শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

গুগল ক্রোমে জনপ্রিয় ফিচার

টেকনোলজি ডেস্ক

গুগল ক্রোমে জনপ্রিয় ফিচার

নতুন ফিচার এনেছে গুগল। গুগলের দাবি, ফিচারটি মেমোরি খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমবে। ল্যাপটপে ব্রাউজারটি ব্যবহারের সময় ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নেমে এলে ‘এনার্জি সেভার’ মোড চালু হয়ে যাবে। এ অবস্থায় ব্যাকগ্রাউন্ডে ব্রাউজারের বিভিন্ন কার্যক্রম সীমিত হয়ে যাবে। এতে ডিভাইসটি ওই চার্জেই আগের চেয়ে বেশিক্ষণ ব্যবহার করা যাবে।

উইন্ডোজ, ম্যাক ও ক্রোমবুকের ডেস্কটপ সংস্করণের জন্য ‘ক্রোম ১১০’ নামে আপডেট এনেছে কোম্পানিটি। এ আপডেটের মাধ্যমে ক্রোমে ব্রাউজিংয়ের সময় মেমোরি ও এনার্জি সেভার মোড চালু হবে। পাশাপাশি মেমোরি সেভার থেকে সুনির্দিষ্ট কিছু সংখ্যক সাইট বের করে দেওয়ার অপশনও চালু করেছে মার্কিন এ প্রযুক্তি কোম্পানি। ফিচার দুটি ক্রোমে ডিফল্ট আকারে যুক্ত থাকবে। তবে ব্যবহারকারীরা চাইলে ক্রোমের সেটিংসে গিয়ে ‘পারফরম্যান্স’ অপশন থেকে এ ফিচার বন্ধও করতে পারবেন।

সর্বশেষ খবর