মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

উচ্ছেদ হওয়া জায়গা দখল হয়ে যাচ্ছে

কাজী শাহেদ, রাজশাহী

উচ্ছেদ হওয়া জায়গা দখল হয়ে যাচ্ছে

রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ছয়মাথা মোড় যা হজোর মোড় নামো ভদ্রা নামে পরিচিত। এ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সবগুলো স্থাপনা উচ্ছেদ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। উচ্ছেদের সময় মোড়ের একটি পাকা স্থাপনাসহ (রাজনৈতিক ক্লাব ঘর) ছয়টি কাঁচা দোকানঘর ভেঙে ফেলা হয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সরকারি এসব জায়গায় পুনরায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। এ মোড়ের স্থাপনা উচ্ছেদের পর স্বস্তি ফিরে পায় এলাকার জনসাধারণ। কিন্তু পুনরায় পদ্মা আবাসিক, চন্দ্রিমা ও ভদ্রা অঞ্চলের কিছু জায়গা দখল করে দোকানপাট, ঘর নির্মাণ করা হয়েছে। এতে একদিকে যেমন এর সৌন্দর্য লোপ পাচ্ছে, অন্যদিকে সরকারি জায়গা পুনরায় দখল হয়ে যাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। সম্প্রতি উচ্ছেদ করা ছয়মাথা মোড়ে আবারও অন্তত ছয়টি দোকান নির্মাণ করা হয়েছে। বাঁশ দিয়ে টিনশেড ক্লাব ঘরও তৈরি করা হয়েছে। এ ছাড়া পদ্মা আবাসিক এলাকার উত্তর-পূর্ব কোনের ছয়মাথা নামো ভদ্রা (হজোর মোড়), সরকারি মাদার বক্স হোম ইকোনমিক্স কলেজ, বঙ্গবন্ধু কলেজ এবং বারিন্দ মেডিকেল কলেজের প্রধান রাস্তার দুই পাশের জায়গাও প্রায় দখল হয়ে গেছে। দখল হয়ে যাওয়ার কারণে পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা ও ভদ্রা এলাকার স্থানীয়দের সমস্যা সৃষ্টি হচ্ছে। যার কারণে সব ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আরডিএ থেকে বলা হচ্ছে, উচ্ছেদের পর যারা আবারও সরকারি জায়গা দখল করেছে, সেগুলো আবারও উচ্ছেদ করা হবে।

আরডিএ প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, জনস্বার্থে আরডিএ কর্তৃপক্ষ সরকারি জায়গায় দখলমুক্ত করেছিল। উচ্ছেদ অভিযান চালানো এলাকায় বেশিরভাগ জায়গা পুনরায় দখল করা হয়েছে, যা আরডিএর নজরে আছে। তিনি বলেন, আপাতত চেয়ারম্যান নেই। চেয়ারম্যান এলে বসে আরডিএর অন্তর্ভুক্ত যতগুলো জায়গা অবৈধভাবে দখল হয়েছে সব উদ্ধার করা হবে। তিনি আরও বলেন, এবার উচ্ছেদ অভিযান চালিয়ে সীমানা প্রাচীর তৈরি করা হবে। যেন কেউ আবারও সরকারি জায়গা দখল করতে না পারে।

সর্বশেষ খবর