মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রেললাইনে ঝুঁকির বাজার

আফজাল, টঙ্গী

রেললাইনে ঝুঁকির বাজার

গাজীপুরের বিভিন্ন এলাকায় রেললাইনের পাশে রেলের জায়গায় গড়ে উঠেছে অবৈধ বাজার। এ ছাড়া বেশ কয়েকটি এলাকায় রেলক্রসিং-এ নেই রেলগেট, নেই গেটম্যান। চরম নিরাপত্তা ঝুঁকিতে চলাচল করছে পথচারীরা। নগরীর বিভিন্ন এলাকায় রেললাইনের পাশে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ বাজার। এসব বাজার  থেকে একটি চক্র লাখ লাখ টাকা চাঁদা তুলছে। আবার বেশ কয়েকটি এলাকায় রেলক্রসিং-এ রেলগেট ও গেটম্যান নেই। এতে চরম নিরাপত্তা ঝুঁকিতে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে উল্লেখযোগ্য টঙ্গী বৌ-বাজার এলাকায় কবির হোসেন ও সালাউদ্দিন গাজীসহ বেশ কয়েকজন রেলের জায়গার ওপর অর্ধশতাধিক দোকান বসিয়ে প্রতিদিন নিয়মিত চাঁদা তুলছেন। আর এখানে স্থানীয় বাসিন্দারা বাজার করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরছেন। এক পথচারী মোহাম্মদ আলম বলেন, গত ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে বৌ-বাজার রেলক্রসিং-এলাকায় এক বৃদ্ধা রেলের ধাক্কায় আমার চোখের সামনে মারা যান। তেমনি টঙ্গী মধুমিতা, নতুন বাজার, আমতলী, তিস্তারগেট, বনমাল, পূবাইল, মাঝুখান, জয়দেবপুরসহ বিভিন্ন এলাকায় রেলের জায়গায় গড়ে উঠেছে অবৈধ বাজার। এসব বাজারের সামনে রেলক্রসিং-রেলগেট, গেটম্যান কিছুই  নেই। অরক্ষিত রেললাইনে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ ব্যাপারে টঙ্গী রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. রাকিবুর রহমান বলেন, বৌ-বাজার, মধুমিতা, বনমালা এসব এলাকা আমার স্টেশনের বাইরে। তবে যেসব জায়গায় রেললাইনের ওপর অবৈধ বাজার বসে সেগুলো অপসারণ করা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর