কিছু মেকআপ সহজেই ব্যবহার করা যায়, অন্যগুলোর জন্য একটু বেশি ধৈর্যের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ পেন্সিল এবং লিকুইড আইলাইনারের মধ্যে পার্থক্য বেশ স্পষ্ট। তবে প্রেসড পাউডার বনাম লুজ পাউডারের আরও সূক্ষ্ম পার্থক্য যা আমাদের চিরকাল বিভ্রান্ত করে আসছে।
লুজ পাউডার কী?
লুজ পাউডার এক ধরনের শুকনো কসমেটিক উপাদানের মিশ্রণ, যা খুব মিহি করে গুঁড়ো করা। অর্থাৎ প্রতিটি উপাদান যান্ত্রিকভাবে ছোট ছোট কণায় পরিণত করার পর মেশানো হয়। লুজ পাউডারে তেল থাকতে পারে। তবে পানি খুবই কম থাকে; যা এর স্থায়িত্ব বাড়াতে অবদান রাখে। এটি ত্বকের উপরিভাগের ত্রুটি ঝাপসা করে এবং ঢেকে দেয়, এমনকি সারা দিন অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
লুজ পাউডারের সুবিধা :
মেকআপ আর্টিস্ট গ্রুট বলেন, আজকের দিনে লুজ পাউডার ভারী বা কেকি নয়। আমার মতে, লুজ পাউডারের প্রধান সুবিধা হলো যে, সঠিকভাবে ব্যবহার করলে এটি কার্যত সবার মেকআপের স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে- তবে তা ত্বকের ধরন নির্বিশেষে। মেকআপের এই উপাদানটি কেবল তৈলাক্ত ত্বকের জন্যই নয়, শুষ্ক ত্বকের জন্যও কার্যকর। তাছাড়া পাউডারের বাজারে সবচেয়ে বাজেট-বান্ধব এবং দীর্ঘস্থায়ী মেকআপ পণ্যগুলোর মধ্যে অন্যতম লুজ পাউডার। এটি বিলাসবহুল মেকআপ স্টোর থেকে পাড়ার ড্রাগস্টোর- সবখানে পাওয়া যায়। আপনি যদি কখনো মেকআপের স্থায়িত্ব নিয়ে কোনো সমস্যায় পড়েন তবে এই লুজ পাউডার আপনার সবকিছু পরিবর্তন করে দেবে।
প্রেসড পাউডার কী?
প্রেসড পাউডারও শুকনো পাউডার উপাদানের মিশ্রণ যা একসঙ্গে মিশিয়ে মিহি করে গুঁড়ো করা হয়, তারপর পর্যাপ্ত বল প্রয়োগের মাধ্যমে চাপ দিয়ে কসমেটিক প্যানে রাখা হয়। এই প্রেসিং প্রক্রিয়া প্রেসড এবং লুজ পাউডারের মধ্যে বড় পার্থক্য। তবে ফর্মুলা সামান্য আলাদা হতে পারে। প্রেসিং প্রক্রিয়ার এক জায়গায় স্থির করার জন্য অতিরিক্ত বাইন্ডিং উপাদান (জোজোবা তেল এবং ক্যাস্টর তেল) ব্যবহার করা হয়। ফলে স্থায়িত্বের দিক থেকে এটি সামান্য কম টেকসই এবং লুজ পাউডারের তুলনায় ভারী এবং মোটা দেখায়।
প্রেসড পাউডারের সুবিধা :
লুজ পাউডার খুব সহজে বহন করা যায় না। এটি প্রেসড পাউডারের সবচেয়ে বড় সুবিধা। এটি সহজে বহন করা যায় এবং এর ব্যবহারও অত্যন্ত সহজ। মেকআপ সেট করতে এবং লুজ পাউডারের টেক্সচার এড়াতে প্রেসড পাউডার উপযুক্ত বিকল্প। ত্বকের ছোটখাটো টাচ-আপের জন্য এটি খুবই কার্যকর। এমনকি লুজ পাউডারের চেয়ে সামান্য বেশি কভারেজও দেয়।