দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বের ব্যস্ততায় কাটছে সময়। আর যেহেতু আবহাওয়াও বেশ তপ্ত তাই ঈদের সাজটা কেমন হবে তা নিয়েও অনেকে ভাবছেন নিশ্চয়ই। এই ভ্যাপসা গরমে অবশ্যই সাজগোজ করতে হবে একটু ভেবেচিন্তে।
একদিকে গরম, অন্যদিকে বৃষ্টির আভাস। এর মধ্যে ঈদুল আজহা। ঈদের দিনের সাজটাই প্রধান। নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের সুযোগ এটি। অন্যদের চেয়ে সাজ যেন বেশি আকর্ষণীয় হয়- অনেকের মধ্যে সে প্রতিযোগিতাও থাকে। আর ফ্যাশন ট্রেন্ডের মূল কথা- সময় এবং আবহাওয়ার ওপর নির্ভর করে গড়ে তুলতে হবে নিজের ফ্যাশন। সেই ধারাকে সামনে রেখে নিজেকে যত প্রস্তুতি।
রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদের প্রস্তুতিটাও অনেকটা ভিন্ন হয়ে থাকে। কোরবানির কার্যক্রম নিয়ে সারা দিন ব্যস্ত সময় পার করাতে ঈদের সাজের ধরনেও থাকে বাড়তি সচেতনতা। যেহেতু বর্ষার শেষ মুহূর্ত আর গরমের বেশ দাপট চলছে। তাই প্রকৃতির ধরন আর বেলা বুঝে সাজের বিষয়টি খেয়াল রাখার ওপর জোর দিতে বলেছেন অনেক রূপ বিশেষজ্ঞ। তাদের ভাষ্য থেকে বলা যায়, কোরবানির ঈদে দিনে- সাদামাটা সাজ আর রাতে গর্জিয়াস। তবে ট্রেন্ড যাই হোক, পোশাকের সঙ্গে মিল রেখে সাজ মেকআপ নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সাজ-পোশাকে ঈদের সকাল
ঈদের সকালে কেমন পোশাকে নিজেকে সাজিয়ে তুলবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন অনেকেই। সেক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখুন আবহাওয়া কী বলছে! যেহেতু গরম- তাই এই সময় দিনে হালকা পোশাক বেছে নিন। কেননা, প্রচণ্ড গরম আর কোরবানি নিয়ে ব্যস্ততা। ভারী বা গর্জিয়াস পোশাক এই সময় বেমানান। তবে দিনের বেলায় যদি কেউ বেড়াতে যেতে চান তবে হালকা সাজের (মেকআপ) সঙ্গে গর্জিয়াস পোশাক পরতে পারেন। শাড়ি পরলে সঙ্গে রাখুন আরামদায়ক ব্লাউজ। একইভাবে আরামদায়ক সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ বা কুর্তি হিসেবে বেছে নিতে পারেন হালকা রঙের পোশাক। দিনের মেকআপে চোখে সামান্য কাজল, ঠোঁটে ন্যাচারাল লিপস্টিক আর খোঁপায় বাঁধা চুল ছড়িয়ে দেবে শুভ্রতা। এমন সাজের সঙ্গে পরিহিত গয়নাটাও হালকা হওয়া চাই। চোখে টেনে কাজল এবং ভারী করে মাশকারা লাগানো যেতে পারে। তবে সকালে আলগা পাপড়ি না পরাই ভালো।
মূল আয়োজন থাকবে সন্ধ্যারাতে
ঈদের মূল আয়োজনটাই হয়ে থাকে সন্ধ্যা বা রাতে। তাই ঈদের রাতের সাজ নিয়ে একদমই ভাববেন না। রাতে নিজের ইচ্ছামতোই সাজুন। তবে খুব বেশি ভারী মেকআপ মানাবে না। এ সময় ন্যাচারাল মেকআপ হতে পারে আদর্শ। রাতের সাজে গরমের প্রভাব কম থাকবে। চাইলে একটু ভারী সাজও (গ্ল্যামারাস লুক) নিতে পারেন। এক্ষেত্রে চুলের সাজে স্টাইল করতে পারেন। পিঠময় চুল কোঁকড়া করে ছড়িয়ে রাখা যেতে পারে। এক পাশে সিঁথি করে সামনের চুলগুলো হালকা টুইস্ট করে নিয়ে এক পাশে খোঁপা করে নিতে পারেন। শাড়ি কিংবা ফিউশনধর্মী যে কোনো পোশাকেই দারুণ মানিয়ে যাবে। রাতের সাজ মেকআপে মুখে,
গলায় ফাউন্ডেশন লাগিয়ে নিন। মুখে দাগ থাকলে সহজে কনসিলার ব্যবহার করুন। এরপর হালকা ফেস পাউডার দিয়ে নিন। চোখে মাশকারা, আইলাইনার এবং গাঢ় রঙের শ্যাডো ব্যবহার করুন। ঠোঁটের লিপস্টিকের রঙের ক্ষেত্রেও একটু গাঢ় রংটাই বেছে নিন। চাইলে ব্যবহার করতে পারেন লিপগ্লস, ম্যাট ফিনিশার লিপ কালার। হাতের নেইলগুলোর দিতে পারেন নতুন নকশা। আর দেশীয় বা ট্রেডিশনাল সাজে চুলের সাজে জুড়ে নিতে পারেন ফুল। রাতের জমকালো সাজে চুল কোঁকড়া করে ছেড়ে রাখুন। আর সাজ বুঝে হালকা কিংবা ভারী গয়না (এক্সেসরিজ) নিতে ভুলবেন না।
আজকাল মেয়েদের পাশাপাশি অনেক ছেলে নিজেদের সৌন্দর্যের সেরাটা বের করে আনতে হাতে তুলে নিচ্ছেন মেকআপ পণ্য। টিকটক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে পুরুষের মেকআপ। চাইলে ঈদে ছেলেরাও সামান্য টাচআপ করে নিতে পারেন।
লিখেছেন- ফেরদৌস আরা