চলছে বাদলা দিন। অবিরত বৃষ্টি আর আর্দ্র বাতাস; দুটিই সমস্যা। তাই এই সময়টা সাজ-মেকআপ বড্ড ঝামেলার। তবে সাজগোজ না করলে চলে! রইল মেকআপ দীর্ঘস্থায়ী করার টিপস
বাড়ি থেকে সেজেগুজে বেরোলেন। হঠাৎ বৃষ্টিতে সাধের মেকআপ নষ্ট হয়ে গেল! অবশ্যই এটি কারও জন্য সুখকর নয়। বাদলা দিনের মেকআপ সম্পর্কে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও বিশিষ্ট রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলম বলেন, ‘এ সময়ে বাতাসের আর্দ্রতা থাকে বেশি। ফলে ঘাম হয়। মেকআপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই বর্ষার মেকআপে থাকতে হয় যত্ন।’
মেকআপের শুরুতেই দেখে নিন আপনার ত্বকে কোনো দাগ ছোপ আছে কি না! এ ধরনের সমস্যা ঢাকতে কনসিলার ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে নিয়ম হলো- কটন বাডের মুখে সামান্য কনসিলার নিয়ে দাগের ওপর লাগান, এতে আঙুলের ছাপ পড়বে না। চোখের নিচের সমস্যা হলে কনসিলার লাগানোর পর ওপরে সামান্য আই ক্রিম লাগাতে পারেন। এরপরে মুখে ও গলায় সানস্ক্রিন লোশন লাগিয়ে নিন। বাদলা দিনে ওয়াটার বেজড ফাউন্ডেশন আদর্শ। মুখে, কপালে, নাকে ও থুতনিতে ফাউন্ডেশন লাগিয়ে নিন। তারপর ভিজে স্পাঞ্জ দিয়ে ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করে নিন। ঘাড়েও ফাউন্ডেশন লাগান। তাড়াহুড়ো করবেন না। একটু সময় নিয়ে যত্ন করে ব্লেন্ড করুন। তবে যাই করুন না কেন, মেকআপ যেন ন্যাচারাল হয়। ফাউন্ডেশন লাগানোর সময় নিজের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে লাগাবেন। এতে ন্যাচারাল লুক বজায় থাকবে। কিছুক্ষণ পর কমপ্যাক্ট পাউডার লাগান। সবশেষে অতিরিক্ত পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন।
মুখের মেকআপ তো দিলেন। এবার আসি চোখের মেকআপে। চোখের মেকআপ নিয়ে ফারনাজ আলম বলেন, ‘এ সময় চোখের মেকআপের কাজল, মাশকারা ও আইলাইনার অবশ্যই পানিরোধক হতে হবে। তবে এ সময়ে জেল কাজল বেশি ভালো। চোখের নিচের অংশে কাজল আর ওপরের অংশে আইলাইনার লাগিয়ে নিন। আইশ্যাডোর ব্যবহারের আগে মনে রাখতে হবে সেটি যেন ক্রিম আইশ্যাডো হয়। পাউডার-লিকুইড আইশ্যাডো এড়িয়ে চলুন। তাতে বৃষ্টিতে ভিজে সব সাজই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।’
এবার ঠোঁটের পালা। কেননা, ঠোঁট সুন্দর করে আঁকতে পারলে আপনার সৌন্দর্য এক অন্য মাত্রা পাবে। এ ক্ষেত্রে নিউট্রাল লিপলাইনার ব্যবহার করতে পারেন। খেয়াল রাখুন যেন লিপ লাইনার বেশি বোঝা না যায়। তারপর আউটলাইনে যে রং ব্যবহার করবেন, তার থেকে এক শেড হালকা লিপস্টিক লাগিয়ে নিন। এ সময় ম্যাট লিপস্টিক হলে ঠোঁটের সাজটা পূর্ণতা পাবে। দীর্ঘক্ষণ ভালো থাকবে। ব্যাস, মেকআপ কমপ্লিট। রাতের পার্টিতে চাইলে হালকা করে ব্লাশ-অন লাগাতে পারেন। বর্ষাকালে পাউডার ব্লাশ-অন এড়িয়ে চলুন। ক্রিম বেসড ব্লাশ-অন লাগান। দেখতে ভালো লাগবে।