ঐহিত্যবাহী ফ্যাশনে- কে ক্র্যাফট
ঈদ-উৎসবকে প্রাণবন্ত করতে নান্দনিক পোশাক নিয়ে এসেছে কে ক্র্যাফট। ঈদের সকাল, বিকাল এবং সন্ধ্যার পোশাকে সালোয়ার কামিজে ব্যবহার সুতি, সিল্ক, জর্জেট এবং অরগাঞ্জা কাপড়। এ ছাড়াও রয়েছে লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, গাউন, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট। শাড়ির কালার কম্বিনেশন ও মোটিফ সবার দৃষ্টি কাড়বে। ঈদে পাঞ্জাবি পরা অলিখিত নিয়মে দাঁড়িয়েছে। তাই বরাবরের মতো ছেলেদের ফ্যাশনে রয়েছে রেগুলার, কাট বেইজড এবং ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে এথনিক শার্ট, ফতুয়া ও টি-শার্টও।
অঞ্জনসে এক্সক্লুসিভ কালেকশন
উৎসব মুখর ও আনন্দময় করতে অঞ্জনস নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন। সব বয়সির জন্য এ আয়োজন সাজানো হয়েছে। ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক রয়েছে। এবারের ঈদ কালেকশনে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ওড়না, টপস ও বিভিন্ন ধরনের জুয়েলারি, ছেলেদের জন্য পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টি-শার্ট ও কটি। শিশু-কিশোরদের জন্য পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার কামিজ। প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য একই রঙের গ্রুপ পোশাক।
আল্পনা-ঐতিহ্যের নকশায় রঙ বাংলাদেশ
রঙ বাংলাদেশ এবারের ঈদুল আজহাতে নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার হয়েছে বাংলার আল্পনার ডিজাইন এবং ঐতিহাসিক আল হামরা মসজিদের নকশা অনুসারে। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম, ও স্টাইলে। এবারে ঈদ আয়োজনে পণ্য হিসেবে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, ফ্রক, টি-শার্ট, শার্ট ইত্যাদি। আর ফ্যাশনপ্রেমীদের জন্য দেশীদশ ব্যতীত রঙ বাংলাদেশের সব আউটলেটে সব পণ্যে ৫০% পর্যন্ত মূল্যছাড়।
বার্ডস আই-এ ঈদের টি-শার্ট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বার্ডস আই তাদের শোরুমে এনেছে বিভিন্ন মোটিফের পোশাক। তবে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নিত্যনতুন ডিজাইনের ফ্যাশনেবল টি-শার্ট। এবার ঈদ যেহেতু গরমে, তাই পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি টি-শার্ট। আছে পলো টি-শার্ট, পাঞ্জাবি ও ক্যাজুয়াল শার্ট। চীনা, ভারতীয় এবং বাংলাদেশি কাপড়ের তৈরি এসব পোশাক সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে।