কতদিন আগে থেকে রূপচর্চা
ত্বকের সমস্যা বুঝে নির্ণয় করতে হবে কতদিন আগে রূপচর্চা শুরু করবেন। যদি চুল পড়ার সমস্যা থাকে তাহলে মাসখানেক আগে এর ট্রিটমেন্ট করিয়ে নিলে ভালো। এ ছাড়া খুশকি, মুখে ব্রণের সমস্যা কিংবা ত্বকে ছুলি-মেছতার দাগ ও র্যাশ থাকতে পারে। তাই রকমফের সমস্যা নিয়ে আগেই কসমোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। সব ঠিকঠাক থাকলে ১৫ দিন আগে বিউটি ট্রিটমেন্ট শুরু করতে পারেন। হেয়ার কাটে পরিবর্তন আনতে চাইলে দু-একদিন আগে না করে মাসখানেক আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এতে বদলের সুযোগ থাকে।
পারলার ট্রিটমেন্ট কেন জরুরি
ঈদ একটি বিশেষ আয়োজন। তাই ঈদ-পূর্ববর্তী পরিচর্যা জরুরি। আমাদের দেশের পারলারগুলো সাধারণত ঈদের পূর্বে স্পা, হেয়ার স্পা, হেয়ার কাট, পেডিকিউর মেনিকিউর, ফেসিয়াল- এ ধরনের অতি প্রয়োজনীয় জিনিসগুলো করতেই হয়। যাতে আপনাকে ফ্রেশ দেখায়। যদি স্ক্রিনটা গ্লোয়িং থাকে হেলদি থাকে তাহলে- মেকআপও ভালোমতো বসবে। তাই আপনি যদি নিজেকে পারফেক্ট লুক দিতে চান তবে আপনার ত্বকের সমস্যার ধরন বুঝে পারলারের এক্সপার্টের পরামর্শ জরুরি।
ত্বকের যত্নে
রোদ-বৃষ্টির মৌসুম চলছে, তাই সপ্তাহে দুই-তিন দিন ফেসিয়াল স্ক্রাবার ব্যবহার করুন। ওটমিলের সঙ্গে ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ভেজা হাতে হালকা ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। একইভাবে মধু, লেবুর রস এবং ডিমের সাদা অংশ মিশিয়েও ট্রাই করতে পারেন। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরবে।
ত্বকের যত্নে ফেসিয়াল
ঘরোয়া ফেসিয়াল করার ক্ষেত্রে শুরুতে আপনার ত্বকের ধরন বুঝে নিতে হবে। স্বাভাবিক ত্বকে গোলাপ ও শসার প্যাক ভালো। ক্লিনজিংয়ের জন্য মিল্ক ব্যবহার করতে পারেন। স্ক্র্যাব হিসেবে টক দইয়ের সঙ্গে উল্টজ মিক্স করতে পারেন। প্যাকের জন্য মুলতানি মাটির সঙ্গে শসা মিল্ক করেও লাগাতে পারেন। আবার পিউর রোজ পাউডারও ব্যবহার করতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসিয়াল করাই ভালো। ফেসিয়াল হিসেবে কখনো শক্ত স্ক্রাব ব্যবহার করা যাবে না।
চুলের যত্নে সতর্কতা
চুলের যত্নে অনেকেই অবহেলা করেন। গোসলের পর ঠিকমতো মাথা না শুকানো, গরমে মাথা বারবার ঘেমে যাওয়া ও শ্যাম্পু না ব্যবহারের কারণে খুশকি বেড়ে যায়। আর চুলের সমস্যায় হেয়ার এক্সপার্টের শরণাপন্ন হওয়া উচিত। যাদের চুল শুষ্ক, তারা ঘুমানোর আগে হালকা গরম তেল ব্যবহার করতে পারেন। যাদের চুল তৈলাক্ত, তারা একদিন অন্তর তেল ব্যবহার করতে পারেন। হেয়ার কালার করালে চুলের যথাযথ যত্ন নেওয়া জরুরি। এ জন্য কালার প্রোটেকশন শ্যাম্পু ব্যবহার করুন। সঙ্গে অবশ্যই কন্ডিশনার করতে হবে।
হাত-পায়ের যত্ন
ঈদের আগে একবার পেডিকিউর মেনিকিউর করা প্রয়োজন। এটি বাসায়ও সারতে পারেন। প্রথমে নখের নেইলপলিশ তুলে নিন। পরে সাবধানে পছন্দমতো শেপে নখগুলো কেটে নিন। নখে ক্রিম মাখুন। একটি পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণের মধ্যে হাত ও পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন। পায়ের গোড়ালি ঝামা দিয়ে আলতো করে ঘষে মরা কোষ তুলে ফেলতে হবে। আর নরম ব্রাশ দিয়ে হাত-পায়ের ত্বক ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে এক দিন মুলতানি মাটি, মধু ও গোলাপজলের পেস্ট তৈরি করুন। তা হাত ও পায়ে মেখে ১৫ মিনিট রেখে দিন। পানি দিয়ে হাত-পা ধুয়ে নিন।