শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ডিএনএ মেরামতের কৌশল আবিষ্কারে রসায়নে তিন বিজ্ঞানীর চমক

ডিএনএ মেরামতের কৌশল আবিষ্কারে রসায়নে তিন বিজ্ঞানীর চমক

রসায়নে নোবেল পেয়েছেন তিন ডিএনএ গবেষক। তারা হলেন সুইডেনের টমাস লিনডাহল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ এবং তুরস্কের আজিজ স্যানকার। দীর্ঘদিন ধরেই তারা ডিএনএ নিয়ে গবেষণা করছিলেন। গবেষণার একপর্যায়ে সম্মিলিতভাবে তারা ডিএনএ’র সংস্কার প্রশ্নে যুগান্তকারী পন্থা অবলম্বন করেন, যে কারণে তাদের নোবেল প্রাপ্তি। গবেষক আজিজের মতে, যাদের ত্বকে ক্যান্সার আছে তারা জন্মগতভাবেই ত্বকের সমস্যা নিয়ে জন্মায়। পরবর্তী সময়ে সূর্যের আলোর সংস্পর্শে এলেই সেই ত্বকের ত্রুটি ক্যান্সার আকারে প্রকাশিত হয়। ক্ষতিগ্রস্ত ডিএনএ ভালো করে তুলতে দেহের কোষগুলো কীভাবে কাজ করে তার মানচিত্র উদঘাটন করার স্বীকৃতি হিসেবে তিনজনকে যৌথভাবে ২০১৫ সালের জন্য রসায়নে নোবেল পুরস্কারে ভ‚ষিত করা হয়। জীবন্ত কোষ কীভাবে কাজ করে, তাদের কাজ থেকে এর প্রাথমিক জ্ঞান পাওয়া গেছে। এ ছাড়া কেমন করে জিনে থাকা তথ্যের সুরক্ষা দেওয়া হয়- সেই প্রশ্নের উত্তর বিশ্বের সামনে এনে দিয়েছেন তারা। উদাহরণ হিসেবে বলা যায়, ক্যান্সার চিকিৎসার উন্নয়নে তাদের এই কাজ সুফল দেবে। রসায়নে নোবেল পুরস্কারের মূল্যমান ৯ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার লিনডাহল, মডরিচ ও স্যানকারের মধ্যে সমান অংশে ভাগ করে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর