খুদে বিজ্ঞানী মাহবুবুর রহমান শাওন। বয়স ২৮। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা মাদরাসা শিক্ষক নাসির উদ্দিনের ছেলে। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার আগ্রহ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সামগ্রী হিসেবে সে বেছে নেয় বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। এভাবেই তার দক্ষতা ও আগ্রহ বাড়ে। স্বপ্ন দেখে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের। এসব কাজে তার বাবা-মা সব সময় তাকে নানাভাবে সহযোগিতা এবং উৎসাহ জোগায়। জানা গেছে, মাহবুবুর রহমান শাওন ২০১৮ সালে জ্বালানি ও চালকবিহীন গাড়ি ও বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনসহ বেশ কিছু প্রযুক্তি আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন। ২০১৯ সালে হোভারক্রাফট আবিষ্কারের চিন্তা মাথায় আসে তার। বাবার সহায়তায় সি-প্লেনের আদলে হোভারক্রাফট তৈরিতে সফল হন। সি-প্লেন তৈরি করে বাড়ির পাশে নদীতে পরীক্ষামূলক চালিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। তৈরি করেছেন ড্রোন, সিকিউরিটি অ্যালার্ম, মোবাইল ফোনের ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, সেন্সর লাইট, স্মার্ট সুইস, মোবাইলের ফোনের মাধ্যমে সুইস অন-অফ সিস্টেম। শাওন বলেন, ‘দীর্ঘ ৯ মাস দিন-রাত কঠোর পরিশ্রমের পর হোভারক্রাফট তৈরি করতে সক্ষম হয়েছি। আমার বাবা উৎসাহ জুগিয়েছেন। এটার এখন লিথিয়াম আয়ন ব্যাটারি দরকার। হোভারক্রাফটটি কুয়াকাটা সৈকতে পর্যটকদের বিনোদনে ব্যবহার করতে চাই।’ সরকারি সহায়তা পেলে এটি বাণিজ্যিকভাবে এটি তৈরি করা সম্ভব বলে তিনি জানান। মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়া জানান, ‘হোভারক্রাফটটি শাওন আমাদের চালিয়ে দেখিয়েছে। আমরা একসঙ্গে চারজন এটিতে উঠেছি। নদীপথে চলতে বেশ ভালো লেগেছে।’ আরেক বাসিন্দা রহিম মিয়া জানান, শাওন ‘একটার পর একটা নতুন প্রযুক্তি আবিষ্কার করেই চলছে। এই খুদে বিজ্ঞানী আমাদের এলাকার গর্ব।’ শাওনের বাবা শিক্ষক নাসির উদ্দিন বলেন, শাওন ছোট থেকেই লেখাপড়ার চেয়ে নানা যন্ত্রপাতি নিয়ে খেলাধুলায় ব্যস্ত থাকতে পছন্দ করত। প্রচেষ্টা ছিল নতুন কিছু উদ্ভাবন করার। ছেলের এমন আগ্রহ দেখে তাকে বাধা না দিয়ে প্রয়োজনীয় সবই কিনে দিয়েছি।’
শিরোনাম
- অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
- সংসদ নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৩৪
- ‘বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হলে চলনবিলের ক্ষতির হবে না’
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি নেই বিলম্বিত করবে : প্রেস সচিব
- দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মা ও শিশুর
- কুষ্টিয়ায় পুকুরে মিলল নিখোঁজ আইমানের মরদেহ ও সাইকেল
- নীলফামারীতে শিবিরের আয়োজনে ইসলামী শিক্ষা দিবস পালন
- সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৯৯১
- বগুড়ায় পাটের আবাদ কমলেও বাজারে ভালো দাম পেয়ে হাসি কৃষকের মুখে
- উইজডেনের শতাব্দীর সেরা ১৫ টেস্ট সিরিজের দু’টিতে টাইগাররা
- ঋতুরাণী শরতে শুভ্র মেঘের ভেলা ভেসে বেড়ানোর দিন এসে গেল
- উত্তর কোরিয়ার সঙ্গে ‘সামরিক আস্থা’ গড়ে তোলার প্রতিশ্রুতি দক্ষিণ কোরিয়ার
- পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের, আহত অন্তত ৪০
- চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও পানির সংকট অব্যাহত
- ট্রাম্প-পুতিনের শীর্ষ বৈঠকের আগে তেলের দাম বৃদ্ধি
- সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে ড. ইউনূস ইতিহাসে কলঙ্কিত হবেন : ফারুক
- কক্সবাজারে গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়া ১৫ জেলে ও ইঞ্জিন বিকল বোট উদ্ধার
- দেড় বছর পর মঞ্চে ফিরলো ‘অড সিগনেচার’
- ধর্ষণ মামলা এড়াতে মৃত্যুর নাটক, যেভাবে ধরা পড়ল ধর্ষক
নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন যার স্বপ্ন
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী)
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর