বগুড়ার বাজারে কমছে না সবজির দাম। আলু আর পেঁপে ছাড়া কোনো সবজির দাম ৩০ টাকার নিচে নেই। প্রায় সব সবজির দাম ৮০ টাকা থেকে ১০০ টাকায়। বেগুনের দাম বেড়ে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে লাফিয়ে বাড়ছে ডিম ও পেঁয়াজের দাম। প্রতি হালি ডিমের দাম ৪৫ টাকা থেকে বেড়ে ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭৫টাকায়। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সবজির চড়া দাম হওয়ায় বাজারে গিয়ে ক্রেতারা হতাশা প্রকাশ করছেন।
জানা গেছে, কয়েকদিনের বৃষ্টিতে বগুড়ার বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে কেজি প্রতি সব ধরনের সবজির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সাথে দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বাড়তি। তবে ব্রয়লার মুরগির দাম না বাড়লেও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, বর্ষায় কাঁচাবাজারে কমেছে সবজির যোগান। যার প্রভাব পড়েছে দামে। ৬০ থেকে ৮০ টাকা কেজির নিচে নেই কোন সবজি।
শুক্রবার (১৫ আগস্ট) বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনী, খান্দার ও বকশি বাজারসহ বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, শুধুমাত্র আলু আর পেঁপে ছাড়া সব ধরনে সবজির দাম বাড়তি। হঠাৎ এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষরা। বাজারে প্রতি কেজি বেগুনের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কাঁচা মরিচের দাম বেড়ে ২০০টাকা কেজি, শসা ৬০ টাকা, পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। করলা ৮০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা, পটল ৮০টাকা, পেঁপে ৩০ টাকা, ঢ়েঁড়স ৬০ টাকা, ঝিংগা ৬০টাকা, চিচিংগা ৬০টাকা, বরবটি ৮০টাকা, মিষ্টিুকুমড়া ৩০টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। দেশি আদা প্রতি কেজি ১৮০ টাকা ও রসুন ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও বাড়তি দামেই সব ধরনের মাছ বিক্রি হতে দেখা যায়। দেড় থেকে দুই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৫০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ প্রতি কেজি ৪০০ টাকা, আড়াই কেজি ওজনের সিলভার কার্প মাছ ২২০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। এছাড়া চিংড়ির কেজি ৮শ’ টাকা, টেংরা মাছ ৪০০ থেকে ৬০০, পাবদা আকারভেদে ৩০০ থেকে ৩৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। বাজারে ইলিশ মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বেশ চড়া।
খুচরা বিক্রেতারা বলছেন, গত এক সপ্তাহ ধরে সবজির বাজার বেশ চড়া। দরবৃদ্ধির জন্য সা¤প্রতিক বৃষ্টিকে দায়ী করছেন। বর্ষায় সবজি ক্ষেত নষ্ট হয়েছে। এতে সব ধরনের সবজির সরবরাহ কমেছে। বৃষ্টির পর হঠাৎ দরবৃদ্ধি পাওয়ায় তারা অস্বস্তিতে রয়েছেন। এছাড়া সবজির দাম বাড়লে ডিমের বিক্রি বেড়ে যায় বলে জানান বিক্রেতারা।
বগুড়ার কলোনী বাজারে সবজি কিনতে আসা আনোয়ার হোসেন পলাশ জানান, গত এক সপ্তাহে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। একই সাথে ডিম ও পেঁয়াজের দামও চড়া।
বিডি প্রতিদিন/এএম