চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে রাকিবুল ইসলাম এবং কানিয়াছড়া এলাকার শামসুল ইসলামের ছেলে জিহাদ। তারা ফুফাতো-মামাতো ভাই।
তাদের সফরসঙ্গী সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ৩টি মোটরসাইকেল নিয়ে ৬ বন্ধু রাঙামাটির সাজেক যাওয়ার কথা ছিল। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়ায় কক্সবাজার অভিমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা ছিটকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে বান্দরবানের লামা থানার আজিজনগর মফিজ বাজার থেকে পিকআপ চালক মো. আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারি জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করা হয়েছে। এসময় পিকআপটি জব্দ করা হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ।
বিডি প্রতিদিন/এএম