জার্মানি শুক্রবার ইসরায়েল সরকারকে পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে। এর আগে ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ঘোষণা দেন, দীর্ঘদিন ধরে বিলম্বিত একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে, যেখানে হাজারো নতুন বাড়ি নির্মাণ করা হবে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্তের ফলে পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং পূর্ব জেরুজালেমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হবে। বিশেষভাবে ‘ই-ওয়ান’ নামে পরিচিত এই বসতি সম্প্রসারণ ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা আরও সীমিত করবে।
স্মোটরিচের দপ্তর জানায়, নতুন পরিকল্পনায় পশ্চিম তীরের একটি বিদ্যমান বসতি ও জেরুজালেমের মাঝখানে ৩,৪০১টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তাদের দাবি, এই পরিকল্পনা কার্যকর হলে ‘ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা চিরতরে শেষ হয়ে যাবে।’
জার্মানি বহুবার ইসরায়েলকে সতর্ক করেছে, পশ্চিম তীরে বসতি স্থাপন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী। বার্লিনের মতে, এমন পদক্ষেপ শান্তি আলোচনায় দুই রাষ্ট্র সমাধানের পথকে জটিল করে তোলে এবং পশ্চিম তীরের ওপর ইসরায়েলি দখলদারিত্ব দীর্ঘস্থায়ী করে।
বিডিপ্রতিদিন/কবিরুল