গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন পৌর ছাত্রদলের সদস্য সচিব বাঁধন নিজামী।
আজ শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে স্থানীয় ডহরপাড়া মহিলা মাদ্রাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের হাতে বাঁধন নিজামী পোলাউ, মুরগির রোস্টসহ উন্নতমানের প্যাকেট খাবার তুলে দেন ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদারসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রদলের সদস্য সচিব বাঁধন নিজামী বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী, মানবতার মা খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে রাজনীতিতে আমাদের মাঝে ফিরে আসুক। তাঁর জন্মদিনে আমরা এই দেশমাতার সুস্থতা কামনা করছি।
এর আগে জুম্মার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলার বিভিন্ন মসজিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে এসে একটি পথসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা, পৌর বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ