রংপুর ও আশপাশ এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পাশাপাশি প্রচন্ড গরমের সাথে সাথে আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। সেই সাথে ঋতুরাণী শরতে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। আগের মত কাশফুল দেখা না গেলেও ঘাঘট নদ-তিস্তানদীর তীরে এখনও প্রচুর পরিমাণে কাশফুল সৌন্দর্য পিপাসুদের তৃষ্ণা মিটাচ্ছে। বিশেষ করে চরাঞ্চলে মুগ্ধতা ছড়ায় এই কাশফুলে। কাশফুলের সৌন্দর্য দেখতে অনেকেই নদী পাড়ে কিংবা চরে আসছেন।
বাংলা বর্ষ পঞ্জিকা মতে শনিবার খেকে শরত ঋতুর যাত্রা শুরু। ভাদ্র ও আশ্বিন মাসকে ঘিরে শরতকে সাধারণত ঋতুর রাণী বলা হয়। ভাদ্রের তালপাকা গরম এই কথাটি পুনরায় স্মরণ করিয়ে দিতেই শরতের আগমন।
এই ঋতুতে কাশফুল, মেঘমুক্ত নীল আকাশ আর ফসলের মাঠ সবুজে সবুজে ভরে যায়। প্রতিবছর এমনটা হলেও এবার কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে। এই অঞ্চলে বন্যার রেশ রয়েছে অনেক স্থানে। এখন বৃষ্টি এবং গরম দুটোই শুরু হয়েছে। শরতকালে এমনটা হওয়ার কথা না থাকলেও এমনটাই হচ্ছে। বৃষ্টির সাথে দিনের বেলা ভ্যাপসা গরমে অধিকাংশ বাড়িতেই দেখা দিয়েছে জ্বরশর্দি কাশি। এমন জ্বরশর্দি নিয়ে অনেকেই বিব্রতকর অবস্থায় রয়েছেন। তবে এই শরতেই শীত আগমনী বার্তা দিয়ে গরমকে বিদায় জানাবে। কদিন পরেই ভোররাতে শিশির পড়তে দেখা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল