বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দর্শন বিভাগের স্বনামধন্য, শিক্ষার্থী বান্ধব ও জনপ্রিয় শিক্ষক অধ্যাপক মো: আনিছুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
১৪ আগস্ট অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে অধ্যাপক মো: আনিছুর রহমান আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্বভার গ্রহণ করেন। সাবেক রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম অবসরজনিত কারণে এ দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অধ্যাপক মোঃ আনিছুর রহমান একজন নিষ্ঠাবান, সৎ ও কর্মঠ শিক্ষক-প্রশাসক। তাঁর নেতৃত্বগুণ ও প্রশাসনিক অভিজ্ঞতা বাউবির শিক্ষা ও প্রশাসনিক কর্মকান্ডকে আরও সমৃদ্ধ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে তার ভ‚মিকা গুরুত্বপূর্ণ হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ১৪ আগস্ট জারি করা এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক মোঃ আনিছুর রহমানকে রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হয়, যা ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।
বিডি প্রতিদিন/এএ