কক্সবাজার কোস্টগার্ড গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়া ১৫ জন জেলে এবং ইঞ্জিন বিকল হওয়া একটি ফিশিং বোটকে নিরাপদে উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি।
প্রতিবেদনে জানা গেছে, ৮ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে ১৫ জন জেলেসহ একটি ট্রলার সমুদ্রে গমন করে। ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে তারা ডাকাতদের কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, খাবার সামগ্রী, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকার কারণে তারা তিন দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসছিল। ১৪ আগস্ট বৃহস্পতিবার বোটটি নেটওয়ার্কের আওতায় আসার পর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্যের জন্য আবেদন করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট রাত ৮টায় কোস্টগার্ড স্টেশান ভাসানচর উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ১৫ জন জেলে এবং ইঞ্জিন বিকল বোটকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের পর বিসিজি স্টেশান ভাসানচরে নেওয়া হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত জেলেসহ বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক