ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সুরুজ হক লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ. কে. এম. আমির ফয়সাল, যিনি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, “ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। এর প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা। প্রতিদিন ও সপ্তাহে বাড়ি ও আশপাশের ফুলের টব, কুলার, পুরনো টায়ার, পরিত্যক্ত বোতল ও পানির পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে। সকাল-বিকেলে মশার কয়েল বা রিপেলেন্ট ব্যবহার, মশারী টাঙিয়ে ঘুমানো, এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করাও জরুরি।”
বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ মাহবুবুল আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরিচ্ছন্নতা শুধু স্কুলের দায়িত্ব নয়, বরং আমাদের সবার দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সরকার, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, সাবিনা ইয়াসমিন, মোছাঃ তাহমিদা খাতুন, বিশাখা রানী সরকার, পল্লী অগ্রগতি সংস্থার কার্য নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, সহসভাপতি গুলজার রহমান রাজিব, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সুমনা, সদস্য মোছাঃ শিশির আক্তার, মোছাঃ মহিমা জান্নাত মাহী, সুরাইয়া আক্তার, পিংকি রানী, আইরিন আক্তার এবং আরও অনেকে।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও শুভসংঘের সদস্যরা ফেলে দেওয়া পানির বোতল সংগ্রহ এবং জমে থাকা পানির পাত্র পরিষ্কার করেন।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে গেলে ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব। পাশাপাশি তারা সবাইকে ঘরে ও বাইরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আশিক