মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শেষ চারের ৪ তারকা...

তানিয়া তুষ্টি

শেষ চারের ৪ তারকা...

বেলজিয়াম

  ► বিস্ফোরক ত্রয়ী

দলের তিন বিস্ফোরক ইডেন হ্যাজার্ড, কেভিন দে ব্রুইনি ও রোমেলু লুকাকু। নিজেদের এতটায় বোঝাপড়া যে প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়েন।

 

► দুর্দান্ত ভারসাম্য

অ্যাটাক থেকে ডিফেন্স পর্যন্ত হ্যাজার্ড-দে ব্রুইনিরা দারুণ ভারসাম্য রক্ষা করেন।

 

► গোলের মধ্যে অনেকে

বেলজিয়াম ৫ ম্যাচে ১৪টি গোল দিয়ে এগিয়ে রয়েছে অন্যদের চেয়ে। লুকাকু তার ৪টি করেছেন। হ্যাজার্ড, দে ব্রুইনিরাও গোল পাচ্ছেন।

 

► দ্রুত কাউন্টার অ্যাটাকে ভয়

জাপান জেনে গিয়েছিল দ্রুত কাউন্টার অ্যাটাক বেলজিয়ামের ভয়ের কারণ। তাই সাবধান থাকা জরুরি।

 

ক্রোয়েশিয়া

মিডফিল্ডে ডাবল ইঞ্জিন

মিডফিল্ডের ডাবল ইঞ্জিন লুকা মদ্রিচ ও ইভান রাকিতিচ সুযোগ পেলে গোল করতে পারেন।

 

► মান্দজুকিচের ফর্ম

নিজে গোল না পেলেও বক্সে অন্যকে গোলের জন্য দারুণ পাস করে প্রশংসনীয় মান্দজুকিচ। তার কারণে প্রতিপক্ষকে সাবধান থাকতেই হয়।

 

► দুর্দান্ত লোভ্রেন

ক্রোয়েশিয়ার ডিফেন্সে ধারাবাহিক দেজান লোভ্রেন। লিভারপুল ডিফেন্সেও দুর্দান্ত খেলেছিলেন।

 

র্ অন্যতম সেরা কিপার

দানিয়েল সুবাসিচ ডেনমার্কের বিরুদ্ধে টাইব্রেকারে ৩টি গোল ও রাশিয়ার বিরুদ্ধে ১টি গোল বাঁচান। নিয়মিত কিপিংয়েও দারুণ ফর্মে।

 

► ক্লান্তি ফ্যাক্টর

পরপর দুটি ম্যাচ খেলে চোট ও ফিটনেস সমস্যায় পড়তে শুরু করেছে টিম। এটি ভাবনার বিষয় হতে পারে।

 

ফ্রান্স

► তারুণ্যের হুঙ্কার

দলে অভিজ্ঞতার ওজন না বাড়িয়ে দিদিয়ের দেশম একঝাঁক তরুণ ফুটবলারকে দলে রেখেছেন। তারাই উঁচিয়ে রেখেছেন ফ্রান্সকে।

 

► মাঝমাঠের দাপট

পল পোগবা, ব্লেইস মাতুইদি, এনগোলো কান্তেরা রীতিমতো মাঝমাঠে দাপটের সঙ্গে খেলছেন।

 

► ধারালো ফরোয়ার্ড লাইন

আঁতোয়ান গ্রিজম্যান, অলিভিয়ের জিরোর পাশাপাশি দুরন্ত গতির কিলিয়ান এমবাপ্পে। তাকে কীভাবে আটকানো যাবে খুঁজে বের করতে হবে বেলজিয়াম কোচকে।

 

► রক সলিড লরিস

বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য সেরা কিপারের তালিকায় নাম ছিল উগো লরিসের। পাঁচ ম্যাচ পরে লরিস দারুণ পারফরম্যান্সে সেই জায়গা ধরে রেখেছেন।

 

► অনভিজ্ঞ ডিফেন্স

আর্জেন্টিনার বিরুদ্ধে ৩ গোল হজম করেছিল ফরাসি ডিফেন্স। তবে বাকি চার ম্যাচে খেয়েছে মাত্র ১ গোল। হ্যাজার্ড-দে ব্রুইনি-লুকাকু চ্যালেঞ্জ হতে পারে।

 

ইংল্যান্ড

► ফর্মে থাকা ফরোয়ার্ড

হ্যারি কেইন ৬ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে। দলের হয়ে পাশাপাশি গোল পেয়েছেন জেসে লিনগার্ড, ডেলে আলিরাও।

 

► নির্ভরযোগ্য কিপার

জো হার্টকে টিমে না নেওয়ার সিদ্ধান্তে পুরোপুরি ঠিক ছিলেন সাউথগেট। জর্ডান পিকফোর্ড বারের নিচে দুরন্ত ভূমিকায়।

 

► সেটপিসে সফল

ফ্রি-কিক বা কর্নারে নিয়মিত গোল পাচ্ছে গ্যারেথ সাউথগেটের টিম। এমনকি সেট পিস থেকে ডিফেন্ডাররাও নিয়মিত গোল পাচ্ছেন

 

► মিডফিল্ড জেনারেল

জর্ডন হেন্ডারসন দুর্দান্ত পারফর্ম করছেন মিডফিল্ডে। লিভারপুলে তার এই মৌসুমে যে ফর্ম ছিল তা-ই নিয়ে এসেছেন বিশ্বকাপে।

 

► পরীক্ষায় পড়েনি ডিফেন্স

গ্রুপে বেলজিয়াম ম্যাচে দুই টিমই রিজার্ভ বেঞ্চ খেলিয়েছিল। তাই বড় পরীক্ষার সামনে পড়তে হয়নি ইংল্যান্ড ডিফেন্সকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর