২০১১ সাল, গাদ্দাফির স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল লিবিয়ার মানুষ। তাদের মানবাধিকার চরমভাবে নিগৃহীত হয়েছিল দীর্ঘ ৪২ বছর। তাই আরব বসন্তের শুরুতে গাদ্দাফির বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ শুরু হয়। গাদ্দাফির পুলিশ তা নির্মমভাবে দমন করা শুরু করে। এতে বিদ্রোহ পূর্ণ গৃহযুদ্ধে রূপ নেয়। আট মাসব্যাপী যুদ্ধ শেষে গাদ্দাফি সির্তে শহরে বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং নির্মমভাবে নিহত হন। এতে কার্যত গৃহযুদ্ধ শেষ হয়। গাদ্দাফির শেষ দিনগুলো ছিল ভয়ংকর। একসময়ের প্রতাপশালী এই নেতা সব হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তাঁর মধ্যে কোনোরকম ভাবাবেগ দেখতে পাওয়া যায়নি বলে দাবি করেন তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা। চারদিক থেকে বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ শহরে এবং আকাশ থেকে ন্যাটোর বিরামহীন বোমাবর্ষণের মধ্যেও তিনি মানসিকভাবে শক্ত ছিলেন অনেক। এরকম অনেক তথ্যই বিভিন্ন সময় পত্রিকার পাতায় উঠে এসেছে গ্রেফতার হওয়া গাদ্দাফির কাছের মানুষদের জবানবন্দিতে, যারা শেষ মুহূর্ত পর্যন্ত গাদ্দাফির সঙ্গে ছিলেন। আগস্ট মাস পর্যন্ত গাদ্দাফি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতেই ছিলেন। আগস্টের ২০ তারিখে বিদ্রোহীদের হাতে ত্রিপোলির পতনের প্রাক্কালে তিনি সপরিবারে ত্রিপোলি ত্যাগ করেন। তবে তাঁদের সবার গন্তব্য ছিল ভিন্ন ভিন্ন। ত্রিপোলি থেকে বেরিয়ে গাদ্দাফি রওনা হয়েছিলেন ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় শহর সির্তে। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত ড্রাইভার এবং কয়েকজন বডিগার্ড। গাদ্দাফি সির্তে গিয়ে প্রথমে শহরের কেন্দ্রে কিছু অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সেপ্টেম্বরের ১৫ তারিখে বিদ্রোহীরা সির্তে আক্রমণ শুরু করে। মর্টার এবং গ্র্যাড মিশাইলগুলো গাদ্দাফির বাসস্থানের আশপাশে এসে পড়তে শুরু করে। তখন উপায় না পেয়ে গাদ্দাফি ও তাঁর সঙ্গীরা ধীরে ধীরে শহরের কেন্দ্রস্থল ছেড়ে ভিতরের দিকে ডিস্ট্রিক্ট নাম্বার টুতে অবস্থান নিতে বাধ্য হন। সেপ্টেম্বরের শেষের দিকে সির্তে পুরোপুরি বিচ্ছিন্ন একটি শহরে পরিণত হয়। বিদ্রোহীরা চতুর্দিক থেকে ধীরে ধীরে শহরটিকে ঘিরে ফেলতে থাকে। গাদ্দাফি এবং তাঁর সঙ্গীরা ডিস্ট্রিক্ট টু-এর পুরনো আমলে তৈরি একতলা বাড়িগুলোতেই আশ্রয় নিতে থাকেন। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার কারণে তাঁদের তখন যথেষ্ট খাবারও ছিল না। তাঁরা এলাকার মানুষের পরিত্যক্ত বাড়িগুলোর খাবার সংগ্রহ করে সেগুলো খেয়েই জীবন ধারণ করতেন। অবস্থা আরও খারাপের দিকে যেতে শুরু করলে গাদ্দাফি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে এক কালভার্টের ভিতরেও অবস্থান করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানা যায়, গাদ্দাফি ও তাঁর দেহরক্ষীদের হত্যা করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুর আগে নির্যাতন করা হয়েছিল গাদ্দাফিকে।
শিরোনাম
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ