রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে বাস করেন মন্টু মিয়া। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করেছেন তিনি। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের উদ্ভাবনের প্রতি আগ্রহ ছিল তার। পেশায় ডেকোরেশনের দোকানের কর্মচারী তিনি। দ্রুত সময়ের মধ্যে ডেকোরেশনের জিনিসপত্র পরিবহনের জন্য তাড়া থাকে তার। এরপর মাথায় আসে মোটরসাইকেলের সঙ্গে ভ্যান যুক্ত করার। গত পাঁচ বছর ধরে এ নিয়ে পরিকল্পনা করেন তিনি। কিন্তু বাদ সাধে অর্থ। কমমূল্যের একটি মোটরসাইকেল কেনার কথা জানান স্বজনদের। পরে মাত্র ১৬ হাজার টাকা দিয়ে কেনেন একটি ব্যবহৃত মোটরসাইকেল। সেই মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ি যুক্ত করেন গত মাসে। সাড়া ফেলেন মন্টু মিয়া। মন্টু মিয়া বলেন, ‘আমার নির্দিষ্ট কোনো পেশা নেই। কাঠমিস্ত্রি থেকে শুরু করে ভ্যান-রিকশা চালাই। বেশির ভাগ সময় ডেকোরেটরের জিনিসপত্র বহন করি। ভ্যানের ব্যাটারির কোনো গ্যারান্টি নেই। ব্যাটারি মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। অনেক সময় চার্জ থাকে না। যখন চার্জ থাকে না তখন বসে থাকতে হয়। চিন্তা করি মোটরসাইকেলের সঙ্গে ভ্যান যুক্ত করব। এতে চার্জের কোনো সমস্যা থাকবে না। গাড়িও হবে আবার মালপত্রও বহন করা যাবে। এরপর ১৬ হাজার টাকা দিয়ে ৮০ সিসির একটি মোটরসাইকেল ক্রয় করি। মোটরসাইকেলের পেছনের চাকা আর ভ্যানগাড়ির সামনে চাকা খুলে ফেলি। একটি ওয়ার্কশপ থেকে ফ্রেম তৈরি করি। বর্তমানে ভালোই চলছে আমার এই গাড়ি। চার্জের কোনো সমস্যা নেই। ব্রেক সিস্টেম ভালো। দ্রুত সময়ে গন্তব্যে যাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ভাবনের কোনো স্বীকৃতি নেই। রাস্তায় গেলে ট্রাফিক পুলিশ গাড়ি আটক করে কি না সেটা নিয়ে দুশ্চিন্তায় থাকি।’ মন্টু মিয়ার স্ত্রী জুলেখা বেগম বলেন, ‘আমার স্বামী আজব এক ভ্যানগাড়ি তৈরি করছে। বিভিন্ন মানুষ দেখতে আসতেছে। অনেক নিউজ হইছে। সেগুলো দেখে ভালো লাগে। তবে এবারের তার এই ভ্যান তৈরি ভালো হয়েছে। কাজ করে সংসারে বেশ টাকা দিচ্ছেন।’ মিজানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্লাবন আলী বলেন, ‘মন্টু মিয়া বিভিন্ন সময় অনেক কিছু তৈরি করেছে। অনেক উদ্ভাবনে তিনি সফল হয়েছেন। মোটরসাইকেলের সঙ্গে এই ভ্যানগাড়ি আমি অনেকবার দেখেছি। ভালোই চলছে তার গাড়ি।’
শিরোনাম
- বাংলাদেশ প্রতিদিনের আহত সাংবাদিক দুর্জয়ের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
- হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা
- চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
- ছেলের সঙ্গে মারামারি গড়াল ডিএনএ পরীক্ষায়, জানলেন সন্তানদের বাবা নন তিনি
- সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার
- নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
- মানুষের মতো স্বাদ নেয় ও মনে রাখে কৃত্রিম জিভ, তাক লাগালেন চীনা বিজ্ঞানীরা
- ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা
- মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ আটক ৫
- সালমানের ব্যাটে ৬ বলে ৬ ছক্কা, ১২ বলে ১১: শেষ ২ ওভারে উঠল ৭১ রান
- চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
- ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতা
- ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন
- নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
- সেলফির নেশায় মৃত্যু: ভারত ও যুক্তরাষ্ট্র শীর্ষে
- উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, মাঝ-আকাশে বিমানে আতঙ্ক
- আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে
- ৯৯ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল এশিয়া
- ফোরজিতে ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ