রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে বাস করেন মন্টু মিয়া। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করেছেন তিনি। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের উদ্ভাবনের প্রতি আগ্রহ ছিল তার। পেশায় ডেকোরেশনের দোকানের কর্মচারী তিনি। দ্রুত সময়ের মধ্যে ডেকোরেশনের জিনিসপত্র পরিবহনের জন্য তাড়া থাকে তার। এরপর মাথায় আসে মোটরসাইকেলের সঙ্গে ভ্যান যুক্ত করার। গত পাঁচ বছর ধরে এ নিয়ে পরিকল্পনা করেন তিনি। কিন্তু বাদ সাধে অর্থ। কমমূল্যের একটি মোটরসাইকেল কেনার কথা জানান স্বজনদের। পরে মাত্র ১৬ হাজার টাকা দিয়ে কেনেন একটি ব্যবহৃত মোটরসাইকেল। সেই মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ি যুক্ত করেন গত মাসে। সাড়া ফেলেন মন্টু মিয়া। মন্টু মিয়া বলেন, ‘আমার নির্দিষ্ট কোনো পেশা নেই। কাঠমিস্ত্রি থেকে শুরু করে ভ্যান-রিকশা চালাই। বেশির ভাগ সময় ডেকোরেটরের জিনিসপত্র বহন করি। ভ্যানের ব্যাটারির কোনো গ্যারান্টি নেই। ব্যাটারি মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। অনেক সময় চার্জ থাকে না। যখন চার্জ থাকে না তখন বসে থাকতে হয়। চিন্তা করি মোটরসাইকেলের সঙ্গে ভ্যান যুক্ত করব। এতে চার্জের কোনো সমস্যা থাকবে না। গাড়িও হবে আবার মালপত্রও বহন করা যাবে। এরপর ১৬ হাজার টাকা দিয়ে ৮০ সিসির একটি মোটরসাইকেল ক্রয় করি। মোটরসাইকেলের পেছনের চাকা আর ভ্যানগাড়ির সামনে চাকা খুলে ফেলি। একটি ওয়ার্কশপ থেকে ফ্রেম তৈরি করি। বর্তমানে ভালোই চলছে আমার এই গাড়ি। চার্জের কোনো সমস্যা নেই। ব্রেক সিস্টেম ভালো। দ্রুত সময়ে গন্তব্যে যাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ভাবনের কোনো স্বীকৃতি নেই। রাস্তায় গেলে ট্রাফিক পুলিশ গাড়ি আটক করে কি না সেটা নিয়ে দুশ্চিন্তায় থাকি।’ মন্টু মিয়ার স্ত্রী জুলেখা বেগম বলেন, ‘আমার স্বামী আজব এক ভ্যানগাড়ি তৈরি করছে। বিভিন্ন মানুষ দেখতে আসতেছে। অনেক নিউজ হইছে। সেগুলো দেখে ভালো লাগে। তবে এবারের তার এই ভ্যান তৈরি ভালো হয়েছে। কাজ করে সংসারে বেশ টাকা দিচ্ছেন।’ মিজানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্লাবন আলী বলেন, ‘মন্টু মিয়া বিভিন্ন সময় অনেক কিছু তৈরি করেছে। অনেক উদ্ভাবনে তিনি সফল হয়েছেন। মোটরসাইকেলের সঙ্গে এই ভ্যানগাড়ি আমি অনেকবার দেখেছি। ভালোই চলছে তার গাড়ি।’
শিরোনাম
- ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র ফেরানোর পথে প্রধান অন্তরায় : ডা. জাহিদ
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মা-বাবা ও ছেলেসহ নিহত ৪
- চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন
- কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- গণঅভ্যুত্থান দিবসে শরীয়তপুরে প্রতীকী ম্যারাথন
- বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা স্পেসএক্স'র ভাইস প্রেসিডেন্টের
- ‘স্বৈরাচার উৎখাতে জুলাই যোদ্ধাদের প্রচেষ্টা ছিল শেষ না হওয়া ম্যারাথনের মতো’
- মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির
- চোরাই পথে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না : ডা. জাহিদ
- গর্ভে থাকা অবস্থায়ই বিক্রির চুক্তি, শিশু পাচারের ভয়ংকর চিত্র
- সব ষড়যন্ত্রকে আমরা রুখে দেব : ফারুক
- চার গোষ্ঠী মিলে গঠন করেছে সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়াম : পিনাকী
- স্বৈরাচার হাসিনাকে দেশছাড়া করা শক্তিকে আগামীতেও ঐক্যবদ্ধ থাকতে হবে: রাষ্ট্রদূত মুশফিক
- দিল্লির ২০ স্কুলে বোমা হামলার হুমকি
- ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া
- বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন রাগবি দলের অধিনায়ক
- বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানাল ভারত
- সিলেটে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, অধরা রয়ে গেল চোরাকারবারিরা
- ভিসায় তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা
- ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে প্রতীকী ম্যারাথন
দাপিয়ে চলছে মন্টু মিয়ার আজব ভ্যান
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর