প্রথম পাঁচ ওভারে ভারতের বিপক্ষে ১০ রান তুলেছিল দুই টাইগার ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজদের শুরুতেই রক্ষণাত্ম ঢঙে মোকাবেলা করে টাইগাররা। পরে অবশ্য তাল বুঝে রানের গতি বাড়াতে থাকেন টাইগার ব্যাটাররা।
১৪ বল মোকাবেল করে লিটন দাস করেছিলেন মাত্র এক রান। তবে পরে তিনি রানে গতি বাড়াতে থাকেন। তাদের ব্যাটে ভর করে ১০ ওভারে ৬৩ রান তোলে বাংলাদেশ।
চোটের কারণে ৮ ওভার ৩ বলে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। তার বদলে বাকি ৩ বল করেন বিরাট কোহলি।
চোটের কারণে এই ম্যাচে খেলছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। আর তাসকিনের পরিবর্তে দলে এসেছেন পেসার হাসান মাহমুদ।
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
বিডি প্রতিদিন/নাজমুল