কোটাবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রংপুরের গঙ্গাচড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া শাখার আয়োজনে কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডাব গাছের চারা রোপণ করা হয়।
এসময় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোশফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রবিউল আলম, সহকারী শিক্ষক কামরুজ্জামান, শাহিনুর রহমান, সুমন চন্দ্র রায় প্রদীপ চন্দ্র মহন্ত, গঙ্গাচড়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ, কালের কণ্ঠের ফটো সাংবাদিক আসাদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘের গঙ্গাচড়া সভাপতি রায়হান কবির, সহ-সভাপতি তুহিন ইসলাম, সদস্য মিরাজুল ইসলাম প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আয়োজকরা বলেন, সম্প্রতি সংগঠিত হওয়া ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে অনেক শিক্ষার্থীসহ সাধারণ জনগণ নিহত হয়েছে। আহত হয়েছে অগণিত মানুষ। তাদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে আজ আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সেইসঙ্গে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।
বসুন্ধরা শুভসংঘের গঙ্গাচড়া সভাপতি রায়হান কবির বলেন, আমাদের এই কর্মসূচির মাধ্যমে ছাত্র-জনতার এ আন্দোলন প্রতীকী হয়ে থাকবে। দেশের যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবেলায় সবার আগে আমাদের মত তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।
কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই তারা ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বৃক্ষরোপণের মতো কর্মসূচি হাতে নিয়েছে।