বসুন্ধরা শুভ সংঘ ঢাকা কলেজ শাখার নতুন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ ডিসেম্বর) বিকেলে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মো: ইকবাল হোসেন শিহাবের সভাপতিত্বে আয়োজনটিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি আরিয়ান ফয়সাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহাদেব ঘোষ গগন, সহ দপ্তর সম্পাদক আরাফাত হোসেন সোহান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক খালিদ হাসান, সহ ক্রিয়া সম্পাদক মিলন হোসেন, সহ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সজীব ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক সাদমান সাকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক, সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আল হাবিবি ও শামসুল আরেফিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়ুন ইফতিদাস সামি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিলন এবং শুভসংঘের আরো সদস্যবৃন্দ ।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন শিহাব বলেন আমাদের সদস্যদের পারস্পারিক বন্ধন ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্যদের সাথে এ সভার আয়োজন করা হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে । বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/আশিক