সিরাজগঞ্জ উল্লাপাড়ায় নারী জাগরণ, মেয়েদের ক্রীড়াঙ্গনে উৎসাহ প্রদান ও ক্ষমতায়নের লক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া শাখা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে উপজেলার নারী ফুটবল একাডেমীর কিশোরী খেলোয়াড়রা অংশ নেয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে গঠিত উল্লাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থা নারী ফুটবল একাডেমী।
ওই একাডেমীর কিশোরী খেলোয়াড়রা ‘বসুন্ধরা শুভসংঘ সভাপতি একাদশ’ ও ‘সেক্রেটারি একাদশ নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। খেলায় সভাপতি একাদশ ২-০ শুন্য গোলে সেক্রেটারি একাদশকে পরাজিত করে। দুটি গোল করে সভাপতি একাদশের আলমিনা খাতুন সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান।
খেলায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জনাব মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মো: সামিউল ইসলাম রনি, উল্লাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক এআর জাহাঙ্গীর, প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো: ওবায়দুল হক কায়েস, শুভসংঘের সদস্য মিলন, রনজু, লালন, রাশেল, রিটন, আমিনুর সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আশিক