বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।
শনিবার তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে বসুন্ধরা শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা শাখা।
চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে তিন ভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন। সম্মুখ যুদ্ধে লড়াইয়ের একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের রেহায়চর নামক স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন জাতির এই সূর্যসন্তান।
১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
৫৩তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল-ইমরান, বীর মুক্তিযোদ্ধা স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, কালের কণ্ঠ প্রতিনিধি আহসান হাবীব, বসুন্ধরা শুভসংঘ শিবগঞ্জ উপজেলা শাখার মাসুদ রানা ও আলমগীর জুয়েলসহ শুভসংঘের বন্ধুরা।
বিডি প্রতিদিন/কেএ