চলমান কোটা আন্দোলন ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলে হয়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ সংক্রান্ত যোগাযোগের জন্য দুই সহকারী প্রক্টরের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তারা হলেন হেলাল উদ্দিন আহম্মদ (মোবাইল নম্বর ০১৮২৩-৫১৯৮৬৯) ও রন্টু দাশ (মোবাইল নম্বর ০১৮১৮-৭৪৪৩৯৩)।
এছাড়া চবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিডি-প্রতিদিন/বাজিত