রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও হল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শেরে-বাংলা ফজলুল হক হলে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সিলগালাকৃত কক্ষে তল্লাশি চালানো হলে চাকু, রামদা, লোহার রড, লোহার পাইপ, জিআই পাইপ ও লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হলের আবাসিক শিক্ষক ড. শহিদুল ইসলাম জানান, হলের সিলগালাকৃত কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব সিটে বৈধ প্রক্রিয়ায় আবাসিকতা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এমআই