ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'ডি' ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে এই ইউনিটের ৪ টি বিভাগের মধ্যে আরবি বিভাগে এখনো ১১টি আসন ফাঁকা আছে। দ্বিতীয় মেধাতালিকার নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকার আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার ‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ইউনিটের সমন্বয়ক সূত্রে, ২য় মেধাতালিকার সাক্ষাৎকার আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভাগ পরিবর্তনকারীদের আগামী ৬ অক্টোবরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির কোনো সুযোগ থাকবে না।
এর আগে গত ১১ মে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের অধীন চারটি বিভাগে (আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ) মোট ৩২০ টি আসনের বিপরীতে পরীক্ষায় কৃতকার্য হয় ১ হাজার ৪০৬ জন ভর্তিচ্ছু। গত ১ জুন থেকে ৩ জুন ‘ডি’ ইউনিটভুক্ত ৪টি বিভাগে ভর্তিচ্ছুদের প্রথম মেধাতালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
প্রথম মেধাতালিকার ভর্তিপ্রক্রিয়া শেষে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ১১টি আসন ফাঁকা রয়েছে। তবে এই ইউনিটের বাকি তিনটি বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজের সকল আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/হিমেল