পাখিদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন গাছে মাটির হাঁড়ি বেঁধে নিরাপদ বাসা স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতা-কর্মীরা।
বুধবার বিকেল থেকে এই কর্মসূচি পালন করে ক্যাম্পাসের প্রায় ২০০টি গাছে মাটির হাঁড়ি বেঁধে দেন তারা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ করতে যেমন ছাত্রদল কাজ করছে, তেমনই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে ওঠে সেই চেষ্টা করছে। যানবাহন ও অপরিকল্পিত নগরায়নের প্রভাবে ঢাকা শহর আজ পাখিশূন্য হয়ে যাচ্ছে। এ জায়গাটি আমাদের ব্যথিত করে। তাই আমাদের ক্যাম্পাস থেকে আমরা কাজ শুরু করলাম। অন্যরাও যেনো এমন উদ্যোগ নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই