হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ছিড়া তারের সাথে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন হাজী রহমত আলীর ছেলে জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার ছেলে ফরহাদ মিয়া।
জানা যায়, সন্ধার পর হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামে ওই দুই ব্যক্তি। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌঁছালে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিকভাবে বিদ্যুতের ছেড়া তারের সাথে জড়িয়ে পড়েন তারা। এতে তারা বিদ্যুতায়িত হন।
পরে তাদের জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ