সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুই জনপ্রতিনিধিই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
গ্রেফতারকৃতরা হলেন- সিসিকের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে নগরের মিরাবাজার এলাকা থেকে মহানগর আওয়ামী লীগ নেতা ও সিসিকের সাবেক প্যানেল মেয়র তৌফিক বক্স লিপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে। লিপন দক্ষিণ সুরমার কদমতলী এলাকার তসলিম বক্সের ছেলে।
অন্যদিকে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে। তিনি বিয়ানীবাজারের জালালনগর গ্রামের ময়নুল হোসেন চৌধুরীর ছেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ