জাফলং কোয়ারি থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরাণের পদ স্থগিত করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাহপরাণ সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য।
এর আগে, গত ১৩ অক্টোবর রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় চিনির ট্রাক ছিনতাইয়ের অভিযোগে আটক মহানগর বিএনপির ২৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন ও ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুল মান্নানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত রফিকুল ইসলাম শাহপরাণের পদ স্থগিতের চিঠিতে তার বিরুদ্ধে সরকারি সম্পদ পাথর ও বালু অবৈধভাবে উত্তোলনের সুষ্পষ্ট অভিযোগ থাকা এবং দলীয় শৃঙ্খলা এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, বালু-পাথর আহরণে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হওয়ায় প্রকৃতি সুরক্ষায় সিলেটের জাফলংকে সংরক্ষিত এলাকা ঘোষণা করায় পিয়াইন ও ডাউকি নদীর উৎসমুখে কয়েক স্তরে হাজার হাজার ঘনফুট পাথর জমা হয়। বছর বছর পরিমাপ করে রাখা এসব পাথর ৫ আগস্টের পর লুটের মুখে পড়ে। এক রাতের লুটপাটে প্রায় এক কোটি ঘনফুট পাথর চুরি হয়ে গেছে বলে সরকারি হিসেবে উঠে আসে। বর্তমান বাজারদর অনুযায়ী লুট হওয়া পাথরের মূল্য প্রায় ১০০ কোটি টাকা।
সংশ্লিষ্টরা জানান, সর্বশেষ গত ২৬ জুলাইয়ের পরিমাপ অনুযায়ী জাফলংয়ে পাথর মজুত ছিল ৩ কোটি ৭৪ লাখ ঘনফুট। ৫ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেখানে ব্যাপক লুটপাটে প্রায় ১ কোটি ঘনফুট পাথর উধাও হয়ে যায়। পাথর লুটের ঘটনায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। বিএনপি খোঁজ নিয়ে শাহপরাণের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তার পদ স্থগিত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই