যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন ‘ফেভার’ চান না। তিনি আইনি লড়াই করবেন। আইনি লড়াই করে তিনি অচিরেই দেশে ফিরে আসবেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় কর্মীদের দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রায় একযুগ পর বিএনপি নেতা এমএ মালিক দেশে ফিরলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তার সিলেটস্থ গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল ছাত্রলীগ নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেলে তারেক রহমান অবশ্যই ন্যায় বিচার পাবেন। তারেক রহমান অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের পাশে থেকে সময় দিতে চান বলেও জানান এম এ মালিক। ড. ইউনূসের প্রতি বিএনপি আস্থাশীল। তার নেতৃত্বে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও বিশ্বাস করে বিএনপি।
এর আগে, দুপুরে ঢাকা থেকে আকাশপথে সিলেটে এসে পৌঁছান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক। ওসমানী বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
বিডি-প্রতিদিন/শআ