রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় ডোবা থেকে অজ্ঞাতনামা (৪৭) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে এই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিল্লাহ।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে বুধবার সন্ধ্যায় কাজলা এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়েছে।’
‘আমরা আশপাশের লোকজনের পক্ষ থেকে জানতে পারি গত ১৭ জুলাই থেকে ওই ডোবায় লাশটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। কোটা আন্দোলনের কারণে সৃষ্ট জটিলতায় আমরা ব্যস্ত থাকায় তখন ওই লাশ উদ্ধার করতে পারিনি। প্রাথমিকভাবে লাশের নাম পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে’,- বলেন এসআই।
বিডি প্রতিদিন/জুনাইদ