খুলনায় অপহরণ ও ধর্ষণে সহযোগিতা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক রাকিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, দুপুর পৌনে একটার দিকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে কড়া নিরাপত্তা প্রহরায় কারাগার থেকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইনজীবীরা জানান, বিয়ে করার কথা বলে ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করেন।
পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন।
বিডি-প্রতিদিন/শআ