কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সমাবেশ শেষে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ রবিবার থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ ছাড়া, আজ রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের কর্মসূচিও দেওয়া হয়।
কর্মসূচি সফল করতে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যান। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
অপরদিকে সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বেশিরভাগ সড়কে চলছে শুধু রিকশা। এ ছাড়া রয়েছে কিছু সিএনজিও। ভোরের দিকে কিছু লোকাল বাস দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সেটাও খুব একটা চোখে পড়ছে না।
এরপরও মাঝেমধ্যে রাজপথে কয়েকটি বাসের দেখা মিললেও, এতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ।
আজ সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর মুগদা, মালিবাগ, রামপুরা, নতুনবাজার এলাকায় গণপরিবহন সংকট দেখা যায়। রাস্তায় বাসের অপেক্ষায় অনেক অফিসগামী যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ