রংপুর সদর উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ১৪৪ মেট্রিক টন চাল ও ৯ হাজার ৫৪৪টি খালি বস্তাসহ গম আত্মসাতের অভিযোগে গুদাম কর্মকর্তা কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আত্মসাতকৃত চাল গমের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ার পরে গুদাম কর্মকর্তাকে বরখাস্ত করেন। সেই সাথে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সদর উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র সরকার বাদী হয়ে এই মামলা করেছেন গত ১৩ সেপ্টেম্বর। মামলার পর থেকে ওই কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন।
রংপুরের আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. জহিল ইসলাম বলেন, ওই গুদাম সিলগালা করার পাশাপাশি প্রাথমিকভাবে গুদাম কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বিষয়টি দুদকের সিডিউলভুক্ত হওয়ায় তারাই তদন্ত করে ব্যবস্থা নিবেন।
রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানাা ওসি (তদন্ত) শাহ আলম জানান, অভিযোগটি দুদকে পাঠানো হয়েছে। তারাই সিডিউলভুক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
বিডি প্রতিদিন/হিমেল