রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় আবুল কালাম আজাদকে। মামলার নথি বিশ্লেষণ করে বিচারক সাইফুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপরে দমন নিপীড়ন চালানোর নির্দেশ দেন। নির্দেশ দাতা হিসেবে তাকে হুকুমের আসামি করা হয়। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। গতকাল বুধবার রাজধানীর মিরপুর থেকে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/বাজিত