উদ্যোক্তা পদ থেকে ডাটা এন্ট্রি পদে পদায়ন করে রাজস্বখাতে চাকরি স্থায়ীকরণের পাঁচ দফা দাবি তুলে ধরে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তারা।
শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের আট জেলার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা অংশ নেন।
এসময় বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বলেন, অনেক চেয়ারম্যান, মেম্বারের রোষানলে পরে অনেক উদ্যোক্তা জোরপূর্বক কর্মক্ষেত্র থেকে বিতাড়িত হয়েছে। তাই সেই সব কর্মকর্তাদের পুনর্বহালসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সুষ্ঠুভাবে বসার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া উদ্যোক্তা পদ বাতিল করে সরকারি নিয়ম অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর পদে পদায়ন করে উদ্যোক্তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সহ-সভাপতি জোবায়ের হোসেন, রফিকুল ইসলাম, রংপুর জেলা শাখার সভাপতি মোখলেছার রহমান কোষাধ্যক্ষ জিতু আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই