বরিশালে নারীর নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ায় জেলা পুলিশের সাবেক কুকারের ছয় বছর তিন মাস কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। গতকাল বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ রায় দেন।
দন্ডিত আবুল কালাম মৃধা (৫০) নগরীর কাজিপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের আশ্রাফ আলী মৃধার ছেলে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, মামলার বাদীর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নারী কর্মচারীর সঙ্গে সুসম্পর্ক হয়। এর জেরে নারীর ভাই ও মেয়েকে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে মোট ২৭ লাখ টাকা নেন। চাকরি দিতে না পারায় তারা টাকা ফেরত চায়। টাকা ফেরত না দিয়ে তিনি ষড়যন্ত্র শুরু করেন। পরে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে নারীর নগ্ন ছবি ও ভিডিও পোস্ট করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।