বগুড়ার ধুনটে পাঁচ বোতল ফেনসিডিলসহ বুলটন খন্দকার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, ২০১৮ সালে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্প্রতি বুলটন খন্দকারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি ওই মামলার ৮ নম্বর আসামি। মঙ্গলবার রাতে শাকদহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে পাঁচ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে।
তার বাড়ি শাকদহ গ্রামে। তিনি চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। ওসি সাইদুল আলম জানান, দুটি মামলায় গতকাল আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।