নওগাঁয় চার মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্বল্পমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি। এ কার্যক্রম চালুর দাবিতে গতকাল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ। প্ল্যাকার্ড হাতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। জেলা সহকারী খাদ্যনিয়ন্ত্রক এনামুল কবিরের আশ্বাসে সেখান থেকে সরে যান। বিক্ষোভকারীরা বলেন, নওগাঁ পৌর এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল ও আটা দিত সরকার। ৫ আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎ ১৫টি বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। সহকারী খাদ্যনিয়ন্ত্রক এনামুল কবির বলেন, বন্ধ থাকা ওএমএস কেন্দ্র চালুর দাবি নিয়ে অফিস চত্বরে আসা ভোক্তাদের কথা শুনেছি। বিষয়গুলো জেলা ওএমএস কমিটির কাছে উত্থাপন করা হবে। ডিসি আবদুল আউয়াল বলেন, নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলছে।
আবার কেন্দ্রগুলো চালু করা হবে।