গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাটের ব্লকের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গতকাল বালাসীঘাটের পাকারমাথা (বটতলা) এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, ব্যবসায়ী আনিছুর রহমান, রেজাউল ইসলাম, লালন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে জানমাল রক্ষায় বাঁধ নির্মাণ করেছে। অথচ সেখান থেকেই বালু উত্তোলন করছে অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের অবহেলার কারণে দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অভিলম্বে নদীভাঙন কবলিত এই এলাকা থেকে বালু উত্তোলন দ্রুত বন্ধের জোর দাবি জানান তারা।