আলু খেতে সেচের মৌসুম চলছে। কৃষকরা গভীর ও অগভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ নিয়ে মিটার এবং ট্রান্সফরমার চুরি ঠেকাতে রাতে মাঠেই রাতযাপন করছেন। এরই মধ্যে কালাই উপজেলার পুনট মাঠে মঙ্গলবার দিবাগত রাতে তিনটি গভীর নলকূপের মিটার চুরি হয়েছে। রাতেই পুলিশকে জানানো হলেও প্রতিকার না পেয়ে গতকাল সকালে নলকূপের মালিক ও কৃষকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। প্রায় এক ঘণ্টা চলে অবরোধ কর্মসূচি। মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। গভীর নলকূপের মালিকরা জানান, কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন মাঠে গভীর ও অগভীর নলকূপের মিটার এবং ট্রান্সফরমার চুরি হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির কালাই জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক বলেন, প্রতিনিয়ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির ঘটনা ঘটছে। চুরি রোধে গ্রাহকদের সচেতন করছি। এলাকায় মাইকিংও করছি। প্রতিটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) মাহবুবর রহমান সরকার বলেন, চুরির ঘটনার সঙ্গে মহাসড়ক অবরোধের কোনো সম্পর্ক নেই। তারা কেন মহাসড়ক অবরোধ করেছিল তদন্ত করে দেখা হবে।
এলাকাবাসী ও নলকূপ মালিকদের চুরির বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।