৯ জানুয়ারি, ২০১৭ ২২:১১

'লালমাই' উপজেলা ঘোষণায় আনন্দের বন্যা

কুমিল্লা প্রতিনিধি:

'লালমাই' উপজেলা ঘোষণায় আনন্দের বন্যা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৮টি ও লাকসাম উপজেলার একটি ইউনিয়নসহ মোট নয়টি ইউনিয়ন নিয়ে লালমাই নামে নতুন উপজেলার অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে লালমাইকে উপজেলা করার এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ উপজেলার সদর দপ্তর হবে জয়নগর মৌজায়। লালমাইসহ কুমিল্লা জেলার মোট উপজেলা হবে ১৭ টি। লালমাই নামে নতুন উপজেলা অনুমোদনের খবর পেয়ে বাগমারাসহ দক্ষিণ অঞ্চলের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ অঞ্চলের মানুষের দুর্ভোগ-কষ্ট লাঘবের লক্ষে আন্তরিক প্রচেষ্টায় সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভুলইন উত্তর, ভুলইন দক্ষিণ, পেরুল উত্তর, পেরুল দাক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ ইউনিয়নসহ ৮টি এবং  লাকসাম উপজেলার বাকই উত্তর ইউনিয়নসহ মোট নয়টি ইউনিয়ন নিয়ে লালমাই নামে নতুন উপজেলার প্রস্তাব দেয়া হয়। অবশেষে নিকার বৈঠকে লালমাইকে উপজেলা করার এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন উপজেলা অনুমোদনের খবরে দক্ষিণ অঞ্চলের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

সোমবার বিকালে বাগমারা বাজারে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক আয়াত উল্লার নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়।

এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, ২০০৫ সালে সদর দক্ষিণের মানুষের সুযোগ-সুবিধার কথা চিন্তা না করে উপজেলা কার্যালয় স্থাপন করা হয়। যার ফলে উপজেলার দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জনগণ চরম দুর্ভোগের শিকার হন। লালমাই নতুন উপজেলা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালকে আন্তরিক অভিনন্দন।

বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর