কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকির বাজার জামে মসজিদ মার্কেটের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকৃষ্ণনগরের রুসমত আলীর ছেলে রিয়াদ হোসেন (২০) ও একই গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হৃদয় (২১)।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুইজন দীর্ঘদিন ধরেই গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ নানা ধরনের মাদক এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে আসছিল। কলেজপড়ুয়া ছাত্রদের মতো আচরণ করায় তারা সহজেই সন্দেহের চোখ এড়িয়ে মাদক কারবার চালাতো।
বিডি প্রতিদিন/মুসা