গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত (জাপা) প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে লাঙল প্রতীক নিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফরোজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/মাহবুব