আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়।
শনিবার ২৭ জুলাই দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানার নেতৃত্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন দলীয় পতাকা উত্তোলন এবং বাদ যোহর মিলাদ দোয়া এতিমদের খাবার বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু, নূরে আলম জিকু, এস. এম. গোলাপসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ