পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্ত জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই সাবেক পেসার।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির এক মুখপাত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির ওই মুখপাত্র বলেছেন, ‘জেসন গিলেস্পি পদত্যাগ করেছেন,’ তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, গিলেস্পির এই পদত্যাগ প্রত্যাশিতই ছিল, কারণ পিসিবি তার সহকারী কোচ টিম নিলসেনের চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানায়। গিলেস্পি ও নিলসেনের মধ্যে ভালো কাজের সম্পর্ক থাকলেও এটি সম্ভবত তাদের মধ্যে দূরত্ব তৈরি করে।
সাদা বলের কোচের পদ থেকে গ্যারি কারস্টেনের পদত্যাগের এক মাস পেরোতে না পেরোতেই টেস্ট কোচের পদ ছাড়লেন জেসন গিলেস্পিও। দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে বড় ধাক্কা খেলো পিসিবি। চলতি বছরের এপ্রিলেই পিসিবি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে ২ বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছিল। আট মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন দায়িত্ব ছাড়ার পর গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে সীমিত ওভারের দলের কোচও করা হয়েছিল। তবে তারপরেই বিতর্ক শুরু হয়েছিল।
নানা রিপোর্ট থেকে জানা গেছে, গিলেস্পিকে দিয়ে এক বেতনে দুটো কাজ করাতে চাইছিল পিসিবি। এরপরেই তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। এবার পাকিস্তান দলের সঙ্গে সম্পর্ক শেষ করেন গিলেস্পি।
গিলেস্পির পদত্যাগের পর পিসিবি আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন টেস্ট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে গ্যারি কারস্টেনের পদত্যাগের পর আকিবকে সাদা বলের দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি পাকিস্তান দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন, যেখানে তারা তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলছে।
পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘লাল বল দলের প্রধান কোচ হিসেবে জেসন গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’
আকিবের প্রথম টেস্ট সিরিজ হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৬ থেকে ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় টেস্ট ৩ থেকে ৭ জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে।
বিডি প্রতিদিন/নাজিম